ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

নৌমন্ত্রী পরিবহন সেক্টরে বিশৃঙ্খলার উস্কানিদাতা : মির্জা ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০১ আগস্ট ২০১৮ , ০৯:১৭ পিএম


loading/img

নৌমন্ত্রী শাজাহান খানের আশকারায় দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে অরাজকতা চলছে। শাজাহান খান এ পরিবহন সেক্টরের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি এ সেক্টরের বিশৃঙ্খলার উস্কানিদাতা। 

বিজ্ঞাপন

বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ফখরুল বলেন, তার (নৌমন্ত্রী) প্রশ্রয়েই প্রশিক্ষণহীন অদক্ষ চালক ও লাইসেন্সবিহীন কমবয়সী চালকরা গাড়ি চালাচ্ছে। আর এসব কারণে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে।  

বিজ্ঞাপন

ফখরুল বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে সীমাহীন ব্যর্থতায় পর্যবসিত। সরকারের প্রশ্রয়ে দুষ্কৃতিকারীদের দাপট এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই দেশে এখন মানুষ চরমভাবে নিরাপত্তাহীন। কোমলমতি কিশোর-কিশোরী ছাত্র-ছাত্রীদের জীবন ঝরে পড়াটাও দুঃশাসনের ফলশ্রুতি।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পরে যখন সমগ্র বাংলাদেশের মানুষ বেদনার্ত, শোকাহত ও ক্ষুব্ধ, তখন ছাত্র-ছাত্রীর লাশ নিয়ে নৌমন্ত্রীর হাসি যেন বিদ্রূপের হাসি।

---------------------------------------------------------------
আরও পড়ুন  : বিক্ষোভকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে বিপাকে আ. লীগ নেতা
---------------------------------------------------------------

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে। বর্তমানে সড়ক-মহাসড়কে প্রতিদিন দূর্ঘটনায় প্রাণহানীর সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল।

এমসি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |