ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

কমিশনের কর্মকর্তারা বিভক্ত, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২০ অক্টোবর ২০১৮ , ০৫:০১ পিএম


loading/img

নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিভক্ত হয়ে পড়েছেন। তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিজ্ঞাপন

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন আজকে বিভক্ত, তারা (নির্বাচন কমিশন) এখন ভিন্ন কথা বলছে। সেখানে মতবিরোধ তৈরি হয়েছে। একজন কমিশনার যে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবকে অন্য কমিশনার বলছেন অসাংবিধানিক। নির্বাচন কমিশন নিজেরাই বিভক্ত হয়ে পড়েছে। তাই বিভক্ত নির্বাচন কমিশন দিয়ে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, জোর করে ক্ষমতায় বসতে সকল প্রকার আইন-কানুন করে ২০১৪ সালের মতো আরেকটা নির্বাচন করতে যাচ্ছে সরকার। নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাদের পুরোটাই নির্ভর করতে হয় সরকারের কর্মকর্তা এবং সরকারের ওপরে।

এ সময় নির্বাচন কমিশনের সচিবের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘তার কথায় মনে হয়, তিনি প্রধান নির্বাচন কমিশনার, আর প্রধান নির্বাচন কমিশনের কথা শুনে মনে হয়, সব চেয়ে অসহায় ব্যক্তি। তিনি কিছুটা এরশাদ সাহেবের মতো, সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন।’

আরও পড়ুন :

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |