কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ দল। দিনের শুরুতেই লঙ্কান ব্যাটিং লাইনে আঘাত হানলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ঘূর্ণিতে ফিরে যান ২৫ রান করা হেরাথ। তবে অপর প্রান্ত আগলে রেখে নিজের শতক তুলে নিয়েছেন চান্দিমাল।
দ্বিতীয় দিনের শুরুতে বেশ সতর্কতার সঙ্গেই খেলেন হেরাথ-চান্দিমাল জুটি। বিপরীতে উইকেটের জন্য মরিয়া টাইগার বোলাররা। অবশেষে দলীয় ২৫০ রানের মাথায় অষ্টম উইকেটের দেখা মেলে। সাকিবের হাত ধরে দিনের প্রথম সাফল্য পায় মুশফিক বাহিনী।
শেষ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৮ উইকেট ২৭২ রান। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ, সাকিব ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়া তাইজুল ইসলাম ও শুভাশিষ নিয়েছেন ১টি করে।
প্রথম দিন মিরাজ-মোস্তাফিজে ধরাসায়ি লঙ্কান ব্যাটসম্যানরা। দিন শেষে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ২৩৮ রান। কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলনেতা রঙ্গনা হেরাথ।
শততম টেস্টের জন্য ৪ পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। দলে ফিরেন সাব্বির রহমান, ইমরুল কায়েস এবং তাইজুল ইসলাম। অভিষেক হল মোসাদ্দেক হোসেনের।
বাদ পড়েন মুমিনুল হক এবং তাসকিন আহমেদ। এছাড়া আগে থেকেই মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাসের না থাকাটা নিশ্চিত ছিল।
এইচটি/এসএস