নিজেদের শততম টেস্টে বরাবরের মতই নিজেকে মেলে ধরেছেন বাংলাদেশ প্রাণ সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা এ অলরাউন্ডার দলকে ব্যাটে-বলে এগিয়ে দিয়েছেন অনেকটাই।
শততম টেস্টে সেঞ্চুরির পাশাপাশি তিনি ৭৪ রান খরচ করে নিয়েছেন চারটি উইকেট।
রোববার ১১৬ রানের ইনিংসের পর বল হাতে সাকিবের চমকে লিড নিতে সক্ষম হয় বাংলাদেশ।
এর আগে পাকিস্তানের মাজিদ খান, অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি ও চার্লস কেলওয়ে, নিউজিল্যান্ডের বেভান কংডন ও ব্রায়ান হেস্টিংস, দক্ষিণ আফ্রিকার বিলি ওয়েড এবং জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমারের মত শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন।
ম্যাচের চতুর্থ দিনে ৩ উইকেট পেয়েছিলেন সাকিব। শেষ দিনে নেন আরেকটি উইকেট।
শততম টেস্টে এর আগে মাত্র ৩ জন অলরাউন্ডার এ কীর্তি গড়েছিলেন।
কেলওয়ে, ক্রেমার ও বেভান কংডনের সঙ্গে সাকিব এবার যুক্ত হলেন।
এসজে