এপ্রিলের প্রথম সপ্তাহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ১১তম আসরের পর্দা উঠবে। আগামী ৬ এপ্রিল হওয়ার কথা ছিল এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু, উদ্বোধনী অনুষ্ঠান একদিন পিছিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই)। ৬ তারিখের পরিবর্তে অনুষ্ঠানটি হবে পরদিন ৭ এপ্রিল।
এছাড়া ভেন্যু স্থানান্তরিত হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় (সিসিআই)।
অনুষ্ঠানের বাজেট ৫০ কোটি রুপি থেকে কমিয়ে করা হয়েছে ৩০ কোটি রুপিতে। সোমবার বিসিসিআই’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম মিড-ডে।
৭ এপ্রিল উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচে দিল্লির মুখোমুখি পাঞ্জাব। এবারই দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে লিগে ফিরেছে চেন্নাই। একই সঙ্গে ফিরেছে রাজস্থান রয়্যালসও। দুইটি দলই ম্যাচ পাতানোয় জড়িত থাকার দায়ে নিষিদ্ধ হয়। ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে আগামী ২৭ মে।
আইপিএলের এবারের আসরে বাংলাদেশিদের মধ্যে দল পেয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। বিগত আসরগুলোতে সাকিব খেলেছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কিন্তু এবার দুই কোটি রুপিতে বিশ্ব সেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
অপরদিকে আইপিএলে অভিষেকের পর মোস্তাফিজ খেলেন হায়দরাবাদের হয়ে। কিন্তু মোস্তাফিজেরও এবার নতুন ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন দল মুম্বাই ইন্ডিয়ান্স মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ২ কোটি ২০ লক্ষ রুপিতে।
আরও পড়ুন:
এএ/কে