ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

আজীবন নিষিদ্ধের পথে স্মিথ-ওয়ার্নার!

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৬ মার্চ ২০১৮ , ১২:৩৫ পিএম


loading/img

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের মতো ঘৃণ্য কাজ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটে কলঙ্ক লেপটে দিয়েছে স্মিথ-ওয়ার্নাররা তা ক্রিকেট ইতিহাসে বিরল। যারা ক্রিকেটকে এতোদিন শাসন করেছে, আজ তারাই পুরো ক্রিকেট বিশ্বে নিন্দিত। এই ঘটনায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি স্মিথকে এক টেস্টে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার(সিএ) হাতে দায়িত্বটি ছেড়ে দিয়েছে। এখন সকলের চোখ সিএ’র দিকে। কি হতে যাচ্ছে স্মিথ-ওয়ার্নারের চূড়ান্ত শাস্তি। 

বিজ্ঞাপন

ইএসপিএন–ক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি অনুযায়ী আজীবন নিষিদ্ধ করা হতে পারে অধিনায়ক স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারকে।

--------------------------------------------------------
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে লা লিগার শুভেচ্ছা
--------------------------------------------------------

বিজ্ঞাপন

অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের নৈতিকতা বিভাগের প্রধান লেইন রয় ও দলের পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডকে ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকাতে পাঠানো হয়েছে। সেখানে পুরো বিষয়টি তদন্ত করে দেখবেন তারা। কথা বলবেন অধিনায়ক স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট এবং অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যানের সঙ্গে। তারা তদন্ত করে দেখবেন, কতজন খেলোয়াড় ও কোচিং স্টাফ এই ঘটনায় জড়িত ছিলেন। তাদের অভিযুক্ত করবেন। অভিযুক্তদের শুনানি হবে একটি স্বাধীন কমিশনে। সেই কমিশনই দোষীদের শাস্তি দেবে।

এরপর শুনানি শেষে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সে সময়ই নির্ধারিত হবে কতটা গুরুতর শাস্তি পাবেন স্মিথ, ব্যানক্রফট ও ওয়ার্নাররা।

কেপটাউনে টেস্টের দিন শেষে অধিনায়ক নিজেই লজ্জার কন্ঠে বলেন যে, এই প্রতারণাটি তারা দলীয় ভাবেই করেছেন। এই কাজটির জন্য পুরো বিশ্বে লজ্জিত ক্রিকেট অস্ট্রেলিয়া। বিষয়টি গড়িয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত। সাথে সাথেই স্মিথের অধিনায়কত্ব কেড়ে নেয়ার নির্দেশ আসে দেশটির সরকারের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

ক্রিকেটের ৪২ নম্বরের আইন অনুযায়ী, খেলার নিয়মের বাহিরে কোনো প্রতারণামূলক কিছু করলে তার জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে আজীবন নিষেধাজ্ঞা। তবে আইন ভাঙ্গার ফলে তা ক্রিকেটে কতটা প্রভাব ফেলেছে তার উপর নির্ভর করবে শাস্তির পরিমান।

ক্রিকেটারদের এ কাণ্ডে অস্ট্রেলিয়ার সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করে সাদারল্যান্ড বলেছেন, আমরা দুঃখিত, অস্ট্রেলিয়ার ক্রিকেট সমর্থক। আমরা দুঃখিত যে, সকালে উঠে আপনাদের এমন খবর শুনতে হল। অধিনায়ক (স্মিথ) ক্রিকেট ও খেলার স্পিরিট বিরোধী কাজকে সমর্থন দিয়েছেন। এ আচরণ দল ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সততাকে প্রশ্নবিদ্ধ করেছে। দেশের ক্রিকেটের সম্মান বাঁচাতে এবং সমর্থকদের ভরসার মূল্য দিতে স্মিথ-ওয়ার্নার যে বড় শাস্তির মুখেই পড়তে যাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: 

এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |