ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে মেসির বার্সা

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৪ এপ্রিল ২০১৮ , ০৯:১১ এএম


loading/img

রোজকার ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে। আপনার আকর্ষণ নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলাতেই বেশি। কোথায় কি খেলা আছে সেই খোঁজাখুঁজি থেকে আপনার বিশ্রাম এবার। দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। 

বিজ্ঞাপন

যদি টিভিতে অন্য কিছু নাও দেখেন, তাও খেলা দেখা আর মিস হবে না। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতে মাঠে নামবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইতালিয়ান ক্লাব এএস রোমা।

এক নজরে দেখে নিবো আজকের খেলা কোন স্যাটেলাইট চ্যনেলে দেখাবে।

বিজ্ঞাপন


ফুটবল
চ্যাম্পিয়নস লিগ
কোয়ার্টার ফাইনাল, প্রথম লেগ
বার্সেলোনা-রোমা

সরাসরি, রাত পৌনে ১টা, সনি টেন ওয়ান

লিভারপুল-ম্যানচেস্টার সিটি
সরাসরি, রাত পৌনে ১টা, সনি টেন টু

সিরি আ
এসি মিলান-ইন্টার মিলান 
  
সরাসরি, রাত সাড়ে ১০টি, সনি ইএসপিএন

বিজ্ঞাপন

বাস্কেটবল
এলএ ক্লিপার্স-সান অ্যান্টোনিও

সরাসির, সকাল সাড়ে ৮টা, সনি সিক্স

ইন্ডিয়ান সুপার কাপ
পুনে-শিলং 

সরাসরি, রাত সাড়ে ৮টা, স্টার স্পোর্টস ২

কমনওয়েলথ গেমস
সরাসরি, বিকেল ৪টা, সনি সিক্স ও টেন ২ 

এএ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |