ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

তপু বর্মণেই পাকিস্তান বধ

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮ , ০৯:১১ পিএম


loading/img

অসাধারণ এক জয় পেল বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে হারিয়ে সেমি ফাইনালের পথে এক পা দিয়ে রাখল তপু বর্মণরা।

বিজ্ঞাপন

সাফ সুজুকি কাপ ২০১৮ তে আজ সন্ধ্যায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

প্রথমার্ধের খেলায় সবদিকেই এগিয়ে ছিল পাকিস্তান। বলা যায় পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। গোল শূন্য নিয়েই শেষ হয় প্রথমার্ধ।

বিজ্ঞাপন

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পালটা আক্রমণ শুরু করে বাংলাদেশ।  কিন্তু ধরা দিচ্ছিল না কোন সফলতা।

আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচ যখন শেষের দিকে ঠিক ৮৫ মিনিটের সময় ধরা দেয় সেই কাঙ্ক্ষিত গোল।

প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে পেনাল্টিতে গোল করা তপু বর্মণের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

গোল পেয়ে উচ্ছ্বসিত তপু জার্সি খুলে বিতর্কিত উদযাপন করে দেখেন হলুদ কার্ডও।

আগামী ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সন্ধ্যা ৭টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |