ঢাকাশুক্রবার, ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

উৎসবের খুশিতে মদপান, পাকিস্তানে প্রাণ গেলো ২১ জনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬ , ০৫:২০ পিএম


loading/img

বিষাক্ত মদপান করে পাকিস্তানে প্রাণ গেলো অন্তত ২১ জনের। এছাড়া অর্ধশত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে মঙ্গলবার স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানী ইসলামাবাদ থেকে ৩৩৮ কিলোমিটার দক্ষিণে তোবা তেক সিংহ শহরে খ্রিস্টান কলোনিতে এ ঘটনা ঘটেছে। খবর এএফপি'র।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাদিম বলেন, বড় দিনের সন্ধ্যায় চোলাই মদ পান করেছিল মুবারকবাদ বস্তির বাসিন্দারা। ওই মদ বিষাক্ত ছিল। এতে ২১ জন নিহত হয়। অসুস্থ হয়ে পড়েন ৫০ জন। এদের মধ্যে সোমবার রাতেই অধিকাংশের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১৯ খ্রিস্টান ও ২ মুসলিম রয়েছেন।

এসজে /এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |