ভরসার বিআরটিসি বাস যেনো ডুমুরের ফুল!

সিয়াম সারোয়ার জামিল

বুধবার, ০১ মার্চ ২০১৭ , ০২:০৭ পিএম


ভরসার বিআরটিসি বাস যেনো ডুমুরের ফুল!

পরিবহন শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিনে রাস্তায় গণপরিবহন না থাকায় মহাদুর্ভোগে পড়েছে নগরবাসী। এ অবস্থায় বিআরটিসি বাসই সাধারণ মানুষের ভরসা হয়ে উঠেছে। কিন্তু লাল রঙের সীমিত সংখ্যক সে বাসও এখন ডুমুরের ফুল। 

বিজ্ঞাপন

বাসচালকের দণ্ডের প্রতিবাদে মঙ্গলবার থেকে হঠাৎই ধর্মঘটে যায় পরিবহন শ্রমিকরা। প্রথমদিন ঢাকায় স্বল্প গণপরিবহন চললেও বুধবার গণপরিবহনশূন্য হয়ে পড়ে রাজধানী। এ অবস্থায় বিআরটিসি বাসই সাধারণ মানুষের ভরসা হয়ে ওঠে। কিন্তু সেটিও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পেতে হচ্ছে। দীর্ঘ বিরতি দিয়ে এলেও বাসজুড়ে থাকে উপচেপড়া ভিড়। এ বাস তো সব রুটের নয়। হাতে গোনা বাস কী সামাল দিতে পারে কোটি যাত্রী!

সরেজমিনে দেখা গেছে, কর্মব্যস্ত মতিঝিল এলাকায় কিছু বিআরটিসি বাস চলাচল করলেও রাজধানীজুড়ে বিআরটিসি বাস একেবারেই অপ্রতুল। সকাল ৯টা থেকে পৌণে ১১টা পর্যন্ত মতিঝিলে অবস্থান করে দেখা গেছে, নির্ধারিত সময়ের ব্যবধানে বিআরটিসি বাস ছেড়ে গেছে রাজধানীর বিভিন্ন গন্তব্যে। এতে মতিঝিল থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীদেরকে কম ভোগান্তি পোহাতে হয়েছে। কিন্তু অন্য রুট থেকে মতিঝিলে ফিরতে বেশ দুর্ভোগেই পড়েন যাত্রীরা। 

বিজ্ঞাপন

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ফার্মগেটে অবস্থান করে বিআরটিসির তিনটি বাস দেখা গেছে। এর মধ্যে একটি আব্দু্ল্লাহপুর থেকে মতিঝিলগামী বিআরটিসি এসি বাস ছিল গেট বন্ধ অবস্থায়। অন্য দুটিতে ছিল উপচে পড়া ভিড়।

ফার্মগেটে বাসের জন্য দাঁড়িয়ে থাকা চাকরিজীবী আব্দুল হামিদ জানান, 'এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। সাধারণ মানুষের কোনো পরিবহন নেই। সিএনজি অটোরিক্সা আর প্রাইভেট গাড়িতে ভরা রাস্তা। সিএনজি অটোরিক্সা বা ট্যাক্সিক্যাবে যাবার সামর্থ্যও আমাদের নেই।'   

আরেক যাত্রী হালিমা বেগম বলেন, 'ঢাকা মেডিক্যাল যামু। পোলা হাসপাতালে ভর্তি আছে। এমনিদিনেই বাসে ওঠা মুশকিল হয়্যা যায়। আইজ তো আরো মুশকিল। আমাগো মহিলাদের লাইগ্যা বিপদ। ক্যামনে যামু বুঝতাসিনা।'

বিজ্ঞাপন

কথা হয় ভিড় লেগে থাকা মতিঝিলগামী বিআরটিসি বাসের চালক রফিকুল ইসলামের সঙ্গেও। তিনি বলেন, 'মানুষের ভোগান্তি দেখে খুবই খারাপ লাগছে। বিআরটিসির বাস কম। সরকারি নির্দেশনা অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু সেবা দিয়ে যাচ্ছি।'

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission