ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

'মৃত কিশোরি' জীবিত ফিরে আসার পর সেই পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ , ০১:৫২ পিএম


loading/img
হাইকোর্ট

নারায়ণগঞ্জে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছিলেন। পুলিশের তদন্ত কর্মকর্তা দাবি করেছিলেন, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনি জোর করে স্বীকারোক্তিও আদায় করেছিলেন কয়েকজন যুবকের। তবে ঘটনার এক মাস পর কিশোরি জীবিত ফিরে আসার পর শুরু হয় তোলপাড়।

বিজ্ঞাপন

ওই তদন্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়া হয়। এরপরই আজ বৃহস্পতিবার ওই মামলা সংক্রান্ত বিচারিক আদালতের সব রেকর্ড ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে (আইও) তলব করেছেন হাইকোর্ট।

১৭ সেপ্টেম্বর মামলার আইও শামীম আল মামুনসহ দুইজনকে স্বশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

বিজ্ঞাপন

কার্যক্রমের বৈধতা ও যৌক্তিকতার প্রশ্ন তুলে করা আবেদনের (রিভিশন) ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |