ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নারায়ণগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুনে, ১৪ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ০৫:৩২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুনে ১৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে৷ মঙ্গলবার রাত ৪টায় সিদ্ধিরগঞ্জের মক্কীনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷

বিজ্ঞাপন

বুধবার (২ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ভোররাত ৪টায় ফার্নিচার মার্কেটে হঠাৎ আগুন লেগে তা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মার্কেটের ১৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |