ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

টিকা নিয়ে ভীতি এখন একেবারেই নেই: স্বাস্থ্য সচিব

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ , ০৩:৫০ পিএম


loading/img
স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেছেন, টিকাগ্রহণ নিয়ে ভয়ভীতি যতটুকু ছিল, এখন একেবারেই নেই। এখন লাইন ধরে মানুষ আসছে, উৎসবমুখর পরিবেশে স্বপ্রণোদিতভাবে টিকা নিচ্ছে। টিকা নেয়ার পর কোনো অসুবিধা হচ্ছে না।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শনে এসে তিনি মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যতদিন যাবে তত উৎসবমুখর হয়ে উঠবে টিকাদান কার্যক্রম। গতকাল পর্যন্ত ৭৮ হাজার মানুষ টিকা নিয়েছে এবং ছয় লাখের বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেছে।

আরো পড়ুন : ময়মনসিংহে টিকা গ্রহণে ব্যাপক সাড়া পড়েছে

বিজ্ঞাপন

আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্য সচিব বলেন, যতদিন যাবে তত উৎসবমুখর পরিবেশে আনন্দ নিয়ে মানুষ টিকা দিতে আসবে। পর্যাপ্ত লজিস্টিক সরবরাহ এমনকি স্পট নিবন্ধনেরও সুযোগ রয়েছে। বয়োবৃদ্ধ ছাড়া অন্যান্য সবারই আগে থেকে নিবন্ধন করে এলে ঝামেলা পোহাতে হবে না। টিকা না পাওয়া নিয়ে অস্থিরতার দরকার নেই। সিরাম ইন্সটিটিউট ছাড়াও জিএভিআই (গাভি) অ্যালায়েন্স ও ফাইজারসহ বিভিন্ন সোর্স থেকে টিকা আসছে। ভ্যাকসিনের কোনো সঙ্কট হবে না ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঢামেক হাসপাতাল পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |