ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

প্রেমিককে ৫ টুকরো করে হত্যা, নারীর বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১ , ০১:২২ পিএম


loading/img

রাজধানীর ওয়ারী থানা এলাকায় একটি বাসা থেকে যুবক প্রেমিক সাইফুলকে হত্যার পর লাশকে পাঁচ টুকরো করার ঘটনায় এক নারীকে একমাত্র আসামি করে ওয়ারী থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং ওই নারী এখন থানা হেফাজতে রয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ওই থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ওয়ারী থানার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী জানিয়েছেন সে একাই এই হত্যার সঙ্গে জড়িত। তবুও এ হত্যায় আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করবে পুলিশ। ওই নারীকে আদালতে তোলা হতে পারে আজ।

এছাড়াও জানা গেছে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ওই নারীর রিমান্ড চাইবে পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারী থানাধীন ১৭/১ কে এম দাস লেনস্থ হোল্ডিংয়ের ৪র্থ তলায় ঘটে এ ঘটনা।  সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

এসআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |