আমার পদত্যাগে যদি দেশ জাতি উপকৃত হয় তাহলে যেকোনো সময় পদত্যাগ করতে প্রস্তুত রয়েছি। বললেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বর্তমান কমিশনের চারবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন : জয়পুরহাটে প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা
মাহবুব তালুকদার বলেন, আমার পদত্যাগের কারণে দেশ জাতির যদি কোনো উপকার হয় তাহলে আমি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচন এক কেন্দ্রিক হয়ে গেছে। যা হচ্ছে তা বহুদলীয় গণতন্ত্রের উপাদান হতে পারে না। নির্বাচন প্রক্রিয়া যথাযোগ্যভাবে সংস্কার না করার কারণে নির্বাচন ব্যবস্থা এখন খাদের কিনারে।
আরও পড়ুন : নির্বাচনী সংঘর্ষে নিহতের ঘটনায় নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার
তিনি আরও বলেন, আগামী মে মাস থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে ব্যাপকভাবে কয়েক দফায় অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেও আমি সহিংসতার আশঙ্কা করছি।
এমকে