করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার (৩১ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর আপিল বিভাগের ভার্চুয়াল বিচারিক কার্যক্রমের শুরুতে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
একইসঙ্গে আদালতের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
করোনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় করোনা বাড়ছে। কাজেই আদালতে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরতে হবে। অন্যথায় সংক্রমণ বাড়তেই থাকবে।
বিজ্ঞাপন
একইসঙ্গে সিনিয়র আইনজীবীদেরও সতর্ক থাকার পরামর্শ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এমআই/পি