ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

উবার-পাঠাওয়ে যাত্রী পরিবহনে যে নির্দেশনা দিলো বিআরটিএ

আরটিভি নিউজ

বুধবার, ৩১ মার্চ ২০২১ , ০৬:০৭ পিএম


loading/img

হঠাৎ দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। তাইতো এই মহামারি রোধে নানা পরিকল্পনা চলছে। আসছে নতুন নতুন নির্দেশনা। এবার দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞাপন

আজ বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে, উবার বা পাঠাও এ চালিত গাড়িতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে পারবে।

বিজ্ঞাপন

পাশাপাশি গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।

গেলো ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২ জন। এটি গেলো সাত মাসের মধ্যে সর্বোচ্চ। গেলো বছরের ২৬ আগস্ট ৫৪ জন মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। অন্যদিকে গেলো ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |