পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের কাছে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর অভিযান পরিচালনা করা হয়েছে। এতে গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা ও অন্যান্য বাস কাউন্টারগুলোতে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। এ ছাড়াও এক যাত্রীর নিকট হতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন নেতৃত্বে মহানগরীর ঢাকা বাস টার্মিনাল ও আন্তজেলা বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক পরিবহন আইন ৩৪ ধারা অনুযায়ী প্রত্যেকটি বাসে ভাড়া প্রদর্শন করে চাট টাঙানো থাকবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। যাত্রীর সংখ্যা মূখ্য না। এখানকার বাস কাউন্টারগুলোর অনলাইনে ভাড়া বেশি দেওয়া আছে। তারা সেটি সংশোধন করবে বলে কথা দিয়েছে। অনলাইনে বেশি ভাড়া প্রদর্শন করায় রাজশাহী গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও রাজশাহী থেকে রামগঞ্জগামী গোলাম আজম নামের এক যাত্রীর কাছে ভাড়া ১ হাজার ৩৬১ টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ টাকা নেওয়ায় বাড়তি টাকা যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে। এ ছাড়াও আরপি অ্যালিগ্যান্স পরিবহন, সাথি পরিবহনসহ অন্যান্য বাস কাউন্টারগুলোকে বাড়তি ভাড়া না নিতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন বাস কাউন্টারগুলোতে বিভিন্ন রুটের বিআরটি এর নির্ধারিত ভাড়া তা চার্ট আকারে টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই চার্ট দুপুরের মধ্যে না টাঙানো হলে আমাদের যে মনিটরিং টিম গঠন করা হয়েছে তারা সেগুলো দেখবে এবং পুনরায় অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ অভিযান অব্যাহত থাকার কথাও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরটিভি/এমকে