ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

না ফেরার দেশে সাংবাদিক ওমর ফারুক

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ৩০ এপ্রিল ২০১৭ , ১২:০১ পিএম


loading/img

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক মারা গেছেন। রোববার ভোররাত সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে অফিসে ঢোকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ওমর ফারুক। সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করার পর ইসিজি ও এনজিওগ্রাম করা হয়। এতে হার্টের শিরায় দু’টি ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকের পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

ওমর ফারুক কর্মজীবনে দৈনিক সমাচার, দৈনিক রুপালি, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর ও বাংলা ট্রিবিউনে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য। স্ত্রী ও দু’কন্যা রেখে গেছেন প্রথিতযশা এ সাংবাদিক। তার প্রথম মেয়ে দশম শ্রেণিতে এবং দ্বিতীয় মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে।

বিজ্ঞাপন

ওমর ফারুক পাঁচ ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

রোববার রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেলা ১টায় তার প্রথম নামাজে জানাজা হবে। দ্বিতীয় জানাজা হবে দুপুর ২টায় বাংলা ট্রিবিউনে। বাদ আসর মীর হাজিরবাগ খালপাড় জামে মসজিদে হবে শেষ জানাজা। এরপর জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |