টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। আহত আরো ৩০।
বিজ্ঞাপন
মঙ্গলবার রাতে উপজেলার গুণগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন গোপালপুর উপজেলার আসমা বেগম, শান্তা বেগম ও চন্দন এবং ধনবাড়ী উপজেলার আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের নূরে আলম।
বিজ্ঞাপন
আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুরে যাচ্ছিল বিনিময় পরিবহন নামের বাসটি। এতে অন্তত ৪০ জন যাত্রী ছিল। ঘাটাইলের হরিপুর গুণগ্রাম স্ট্যান্ডের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন।
এসএস