সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতীতে পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশার দুই শিশু যাত্রী নিহত হয়েছে।
বিজ্ঞাপন
নিহতরা হলো বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে তিথি (৫) ও একই গ্রামের জাহিদুল (৭)।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বেলকুচি পৌর এলাকায় এ ঘটনা ঘটে
বিজ্ঞাপন
বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ক্লাস শেষে দুই শিশু অটোরিকশা করে বাড়ি ফিরছিল। এ সময় কামারপাড়া থেকে বেলকুচিগামী পল্লি বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানায়, পুলিশ ঘটনাস্থল পৌঁছে ওই পিকআপ ভ্যানটি আটক করেছে। তবে চালককে ধরতে পারেনি।
বিজ্ঞাপন
এসএস