দেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। এবার তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন।
তবে কোনো চলচ্চিত্রের দৃশ্যে না, মঞ্চে শুভকে দেখা যাবে বঙ্গবন্ধুর চরিত্রে। বঙ্গবন্ধু কাউন্সিলের আয়োজনে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘আমি তোমার পিতা’ শিরোনামের নাটকটির মঞ্চায়ন হবে শনিবার।
পথ প্রোডাকশনের পরিচালনায় এ নাটকে শুভ’র সঙ্গে অভিনয় করবেন অস্ট্রেলিয়ায় বসবাসরত স্থানীয় বাঙালিরা। এটি বৈশাখী আয়োজনের অংশ হিসেবে মঞ্চায়ন হবে।
এ উপলক্ষে ৩ মে অস্ট্রেলিয়া গিয়েছেন আরিফিন শুভ। সেখানে নাটকের মহড়াতে অংশ নিয়েছেন হালের এ ক্রেজ।
এ ব্যাপারে শুভ বলেন, পরম সৌভাগ্যের ব্যাপার এতো বড় একজন নেতার ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে। এটি আমার জীবনের সেরা একটি ঘটনা।
নিজের ফেসবুকে মহড়ার ছবিও পোস্ট করেছেন শুভ। সেখানে এ নায়ককে বঙ্গবন্ধুর লুকেই দেখা গেছে।
এইচএম