ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সেই হিরো আলম এখন সন্ন্যাসী! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ , ০৬:৪০ পিএম


loading/img

সন্ন্যাসী হয়েছেন সেই হিরো আলম। গলায় পৈতা, হলুদ রঙের ধুতি আর খালি গায়ে একবারে নতুন লুক নিয়েছেন তিনি। ফেসবুকে এমনই একটি ছবি শেয়ার করেছেন হিরো আলম ওরফে আশরাফুল আলম। 

বিজ্ঞাপন

তবে সত্যি সত্যি সন্ন্যাস ব্রত নেননি তিনি। তার নতুন সিনেমায় অভিনয়ের জন্য এ বেশ। 

তার নতুন ছবির নাম 'মারছক্কা'। পরিচালনা করছেন মঈন বিশ্বাস। 

বিজ্ঞাপন

ছবিতে হিরো আলম ছাড়াও অভিনয় করেছেন রোহান, কোয়েল, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পাণ্ডেসহ আরো অনেকে।

জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনাল ছবিটি বাজারে নিয়ে আসছে।

গেল বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গান আর মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছিলেন আলম। অনেকটা কারণ ছাড়াই গ্রাম্য-সাদাসিধে আলম হয়ে ওঠেন হিরো আলম।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম আরটিভি অনলাইনকে জানান, আমি কখনই ভাবিনি চলচ্চিত্রে সুযোগ পাব। প্রথমবারের মত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে। আমি সবার কাছে কৃতজ্ঞ।

গেল বছর সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়ে ওঠেন কেব্‌ল অপারেটর ব্যবসায়ী হিরো আলম। এরপর রাতারাতি তারকা খ্যাতি পান তিনি।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |