সুপ্রিম কোর্টের মূল ভনের সামনে থেকে সরিয়ে গ্রিক দেবীর ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে প্রতিস্থাপন করার হতে পারে। এজন্য সেখানে একটি স্থানও ঠিক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ভাস্কর্যটি সরিয়ে এনে হাইকোর্টের অ্যানেক্স ভবনের ভেতর পানির পাম্পের পাশে রাখা হয়।
তবে এটি কবে স্থাপন করা হবে তা এখনো বলা যাচ্ছেন। এবিষয়ে এটির ভাস্কর মৃণাল হক বলেন কিচ্ছু জানি না। আজকে স্থাপন হচ্ছে কি না, তাও জানি না।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় ভাস্কর্যটি সরানোর কাজ। ভোর রাত চারটার দিকে ভাস্কর্যটি সরানোর কাজ শেষ হয়।
রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলে ভাস্কর্যটি কয়েক মাস আগে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়।
এরপর থেকেই হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দল ভাস্কর্যটি সরানোর জন্য নানা আন্দোলন করে আসছিল। একই সঙ্গে সরকারের ওপরও চাপ তৈরি করে তারা।
সবশেষ পবিত্র রমজান মাস শুরুর আগেই ভাস্কর্যটি না সরালে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে আসছিল ধর্মভিত্তিক দলগুলো।
তবে গণজাগরণ মঞ্চসহ বাম দলগুলো ভাস্কর্যটি অপসারণের বিরোধিতা করে আসছিল।
বৃহস্পতিবার রাতে ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে এটি যত্ন করে সরানোর কাজ তত্ত্বাবধান করেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার কিছু বলার নাই। আমি কিছু জানি না।
মৃণাল হক বলেন, দেশের শান্তি রক্ষার স্বার্থে যত্ন করে ভাস্কর্যটি সরাচ্ছেন। ভাস্কর্যটি সরাতে গিয়ে যেনো নষ্ট না হয়, তা তিনি দেখছেন।
জেএইচ