ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ফুটবল এলো ড্রোনে (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ৩১ মে ২০১৭ , ০৪:৩৪ পিএম


loading/img

পর্তুগিজ কাপ ফাইনাল ম্যাচের উদ্বোধনের অনুষ্ঠানে ফুটবল বিশ্ব দেখলো নতুন কিছু। খেলা শুরু হবার আগে মাঠে বল এলো কিন্তু গড়িয়ে নয়। আকাশ পথে, ‘উড়তে উড়তে’।

বিজ্ঞাপন

এক ব্যক্তি ড্রোনে চড়ে বলটি নিয়ে আসলেন। প্রায় ৭০ মিটার উঁচু দিয়ে উড়ে এসে অবশেষে তিনি নামলেন মাঠের মাঝখানে।

এমন অভিনব কায়দায় মাঠে বলের এন্ট্রি দেখে ততক্ষণে উপস্থিত দর্শকরা সবাই অবাক।

বিজ্ঞাপন

উপর থেকে গোটা এলাকায় নজর রাখতেই সাধারণত ড্রোন ব্যবহার করা হয়। রিমোটের সাহায্যে তা নিয়ন্ত্রণও করা হয়।

কিন্তু এ ক্ষেত্রে স্কেটবোর্ডের মতো দেখতে ড্রোনটিকে উড়ন্ত যান হিসাবে ব্যবহার করে চমকে দিলেন ম্যাচের আয়োজকরা।

সম্প্রতি গোটা ঘটনাটির ভিডিও পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়।

বিজ্ঞাপন

ওয়াই/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |