ঈদ শপিংয়ে শতকরা ২০ শতাংশের বেশি লাভ করা যাবে না। যদি কেউ তার চেয়ে বেশি লাভ করে তবে তাকে জরিমানাসহ শাস্তি ভোগ করতে হবে। এমনটাই হুশিয়ারি করলো চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রমজানের ঈদকে সামনে রেখে কাপড়ের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন শপিং মলে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে নগরীর মিমি সুপার মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও শান্তা রাহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বলেন, “গেলো বছরের মতো এই বছরে নগরীর বিভিন্ন মার্কেটের কাপড়ের দোকানসহ অন্যান্য দোকানে মনিটরিং করা হচ্ছে। প্রথম দিন সতর্ক করা হচ্ছে ব্যবসায়ীদেরকে। ঈদে কেনা দামের চেয়ে ২০ শতাংশ লাভে কাপড়, জুতোসহ অন্যান্য পণ্য বিক্রি করলে জরিমানা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে ভ্রাম্যমান আদালত।”
এছাড়া প্রত্যেক মার্কেটে ক্রেতাদের তাদের অভিযোগগুলো জমা দেয়ার জন্য বক্স রাখতে আদেশ দেন ম্যাজিস্ট্রেট। এই অভিযান ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বাজার মনিটরিংয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ক্যাব প্রতিনিধি ও চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএস