পাহাড়ে এখনো ঝুঁকি নিয়ে বাস করছেন অনেকেই

ইয়াছিন রানা সোহেল, রাঙামাটি

শনিবার, ২৪ জুন ২০১৭ , ০৭:০৭ পিএম


পাহাড়ে এখনো ঝুঁকি নিয়ে বাস করছেন অনেকেই

ভয়াবহ ধসের পরও রাঙ্গামাটিতে এখনো পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেকেই। স্থানীয় প্রশাসনের বারবার নিষেধ করা সত্ত্বেও মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে বাস করছেন তারা। 

বিজ্ঞাপন

নানা অজুহাত দেখিয়ে তারা আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না। দ্রুত বিপদজনক বসবাস থেকে তাদের না সরালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা। 

১৩ জুন প্রবল বর্ষণে রাঙামাটিতে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে প্রাণ হারান ১২০ জন। ক্ষতিগ্রস্ত হন প্রায় দেড় হাজার মানুষ। 

বিজ্ঞাপন

ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতির পর অধিকাংশ মানুষ আশ্রয় নেন জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। কিন্তু এ মর্মান্তিক ঘটনার পরেও এখনো অনেকেই মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে পাহাড়ে বসবাস করছেন। 

প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও তারা সরছেন না। রাতে আশ্রয়কেন্দ্রে লোকজনের সংখ্যা বাড়লেও দিনে কমে যায় এই সংখ্যা ।

ঝুঁকিতে বসবাসকারিরা নানা অজুহাত তুলে ধরেন আশ্রয়কেন্দ্রে না যাবার। তাদের দাবি, বাচ্চারা আশ্রয়কেন্দ্রে থাকতে চায় না। খাবার পাওয়া যায় না মনের মতো। আছে অারো নানা অজুহাত।

বিজ্ঞাপন

রাঙামাটি পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, পাহাড়ে কেউ যেনো ঘর নির্মাণ করতে না পারে সেজন্য সতর্ক নির্দেশনা দিয়েছি আমরা। 

ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সব ধরনের সহায়তার করা হবে সরকারের পক্ষ থেকে, বললেন জেলা প্রশাসক মানজারুল মান্নান। 

পাহাড়ে ঝুকির্পূভাবে বসবাসকারিদের দ্রুত নিরাপদ স্থানে না নিলে সামান্য বৃষ্টিতে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আর/এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission