সীতাকুণ্ডে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরটিভি নিউজ

রোববার, ০৫ জুন ২০২২ , ০৬:২৭ পিএম


সীতাকুণ্ডে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রোববার (৫ জুন) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনকে এ নির্দেশ দেওয়া হয়।

ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেল চারটা পর্যন্ত আহত চারজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ১৯ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় কণ্ঠনালি (ইনহেলেশেন বার্ন) ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কেউ শঙ্কামুক্ত নন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিকেল ৫টার পর আরও সাতজনকে হেলিকপ্টারযোগে রাজধানীতে নিয়ে আসা হয়। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট সবাই প্রস্তুত রাখা হয়েছে।

ডা. সামন্ত লাল বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি দগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকা থেকে বার্ন চিকিৎসা বিশেষজ্ঞদের একটি টিম চট্টগ্রামে যাবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, বিস্ফোরণে দগ্ধ-আহতদের মধ্যে ১৫ জনকে হেলিকপ্টারযোগে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫০ জন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission