ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পরিত্যক্ত বাড়ি থেকে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ, পাওয়া গেল পোকায় ধরা লাশ

আরটিভি নিউজ

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৬:৪৩ পিএম


loading/img
এআই দিয়ে তৈরি পরিত্যক্ত বাড়ি

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) সকালে পাহাড়তলী থানার সরাইপাড়া লোহারপুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, স্থানীয় বাসিন্দারা একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে বাড়ির ভেতর থেকে পচাগলা লাশটি উদ্ধার করে। লাশের শরীরে পোকামাকড়ও দেখা গেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তি দেয়াল টপকে পরিত্যক্ত ওই বাড়িতে ঢুকেছিলেন। সেখানে মদপান করার পর তার মৃত্যু হতে পারে। লাশের পাশে একটি মদের বোতল ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা মোবাইল ফোনের সূত্র ধরে তার স্বজনদের শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |