রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাদক সেবনের অভিযোগে ২৬ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তাদের মধ্যে পাঁচজন নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করেছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ২৬ জনকে আটক করা হয়।
২৬ জনের সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- ঢাবির সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুজন সরকার, আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রেজোয়ানুল হক চৌধুরী, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনোয়ার হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আরিফুল ইসলাম ও নবায়নযোগ্য শক্তি ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ফয়সাল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রাব্বি, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি ভূঁইয়া।
অন্যদের কেউ ছাত্র নয় বলে জানা গেছে।
পুলিশ ঢাবির পাঁচ শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করলেও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ আরটিভি অনলাইনকে বলেন, আটক ২৬ জনের মধ্যে পাঁচজন নিজেদেরকে ঢাবির শিক্ষার্থী বলে দাবি করেছেন। কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখাতে পারেনি। এখনো আমরা তাদের বিষয়ে নিশ্চিত হতে পারিনি। আমরা তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি। বিষয়টি নিশ্চিত হয়েই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
কে/এমকে