ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ভোগান্তিতে ১৭ জেলার যাত্রীরা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, মানিকগঞ্জ

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ১২:১৯ পিএম


loading/img

যমুনা নদীর ভাঙনে পড়েছে দৌলতদিয়া ফেরি টার্মিনালের ২ নম্বর ঘাটটি। ফলে দৌলতদিয়ার ৩টি ঘাট এবং পাটুরিয়া ৪টি ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। 

বিজ্ঞাপন

এদিকে ঘন ঘন ফেরি বিকল হওয়া এবং পদ্ম-যমুনার তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নৌরুট পাড়ি দিতে ফেরিগুলোর দ্বিগুণ সময় লাগছে। ফলে ফেরির ট্রিপ সংখ্যাও অনেক কমে গেছে। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় থাকছে শ’ শ’ গাড়ি। ভোগান্তি পোহাতে হচ্ছে এই নৌ-রুটে চলাচলকারী দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭টি জেলার যাত্রীর। 

মঙ্গলবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে ৫ শতাধিক এবং দৌলতদিয়া ঘাটে ৪ শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় রয়েছে। 

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, এই নৌরুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে ১৬টি সার্ভিসে আছে এবং একটি পাটুরিয়া ভাসমান কারখানায় মেরামতে আছে।

তিনি আরো জানান, নদীর ভাঙনে পড়েছে দৌলতদিয়া ফেরি টার্মিনালের ২ নম্বর ঘাটটি। এর জন্য অন্য ঘাটগুলোতে গাড়ির চাপ বেড়েছে। গেলো এক সপ্তাহ ধরে ব্যাহত হচ্ছে এ রুটের ফেরি চলাচল।

 

বিজ্ঞাপন

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |