ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ক্রিকেটার আল আমিনের সঙ্গেই সংসার করতে চান ইসরাত

আরটিভি নিউজ

রোববার, ১৬ অক্টোবর ২০২২ , ০১:০৩ পিএম


loading/img

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেন এবং তার স্ত্রী ইসরাত জাহানের মধ্যকার ঝামেলা যেন শেষই হচ্ছে না। ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলা দিয়ে যার শুরু করেন ইসরাত নিজেই।

বিজ্ঞাপন

এরপর সময়ের সঙ্গে মানববন্ধন থেকে শুরু করে আল আমিনের পক্ষ থেকে তালাকের ঘোষণাও এসেছিল। তবে এবার আল আমিনের সঙ্গে সংসার করার ইচ্ছা জানিয়েছেন ইসরাত। আজ (১৬ অক্টোবর) রোববার আদালতে উপস্থিত হয়ে সংসার করতে চান বলে জানান এই ক্রিকেটারের স্ত্রী।

আজ মূলত চলমান মামলার শুনানির দিন ধার্য করা ছিল। সেই কারণে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে উপস্থিত হন দুই পক্ষই। এ সময় আল আমিন নিজের আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। অন্যদিকে ইসরাত জাহান নিজের আইনজীবীর মাধ্যমে সংসার করতে চাওয়ার ইচ্ছার কথা জানান।

বিজ্ঞাপন

এই সময় দুই সন্তানকে নিয়েই হাজির হন ইসরাত জাহান। এদিন একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচের দাবিতে শুনানির দিন ধার্য করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |