সেলিব্রেটিদের শখের নানান জিনিস থাকে। জামা-কাপড় ও জুতা আরো কত কি। বলিউড অভিনেত্রী বিপাশা বসুর জুতার কালেকশন অবাক করার মতোই।
বিজ্ঞাপন
কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের পরে বেশ গুছিয়েই সংসার করছেন তিনি। সম্প্রতি এই নায়িকা বাড়ি গোছাতে গিয়ে খোঁজ পেলেন এক ভাণ্ডারের। তবে কোনো ধনভাণ্ডার নয়। জুতোর ভাণ্ডার! বিভিন্ন ধরনের জুতা তার কালেকশনে আছে। এবার সেই ছবি ইন্সটাগ্রামে দিয়েছেন। বিপাশা লিখেছেন— জুতা যেন বাড়ি গ্রাস করে ফেলছে।
এইচএম
বিজ্ঞাপন