ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

নিজে কোনোদিন দুর্নীতি করিনি, করতেও দেব না : স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

রোববার, ১৪ জানুয়ারি ২০২৪ , ০৩:০৬ পিএম


loading/img
ফাইল ছবি

নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি আমার জীবনে কোনোদিন দুর্নীতি করিনি। কাউকে দুর্নীতি করতেও দেব না।

বিজ্ঞাপন

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কোনো অসুবিধা হলে তিনি আমাকে ফোন করতে বলেছেন, আমি সেটাই করব। যদি কোথাও দেখি দুর্নীতি হচ্ছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, সেটা বন্ধ করার।

তিনি বলেন, আমি প্রত্যেকটা হাসপাতালে যাব। কী কী সমস্যা আছে, জানব। তারপর আমি একটা কর্মপরিকল্পনা করব।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন বলেন, গ্রাম-গঞ্জে ডাক্তার থাকে না এটা একটা সমস্যা আমি জানি। এর প্রকৃত কারণ আমি খুঁজে বের করব, তাদের সঙ্গে কথা বলব। আমাকে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। সব দেখে তারপর আমি ব্যবস্থা নেব।

 

তিনি বলেন, আমার প্রথম কাজ হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। এ বিষয়ে আমি দুই সচিবের সঙ্গে বসে ঠিক করব, কীভাবে কী করা যায়। আমরা যদি সেটা করতে পারি, তাহলে রোগীদের ঢাকায় এসে মাটিতে শুয়ে চিকিৎসা নিতে হবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |