জনপ্রিয় পপ তারকা তিশমা দর্শকদের সামনে মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন। সম্প্রতি 'ওয়েটিং ফর ইউ' গানের ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। ইংরেজি গানের কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তিনিই। এটি তার ২০১৩ সালে প্রকাশিত 'হিম হিম বাতাসে' গানের ইংরেজি ভার্সন।
বিজ্ঞাপন
তিশমা জানালেন, পড়াশোনা ও অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তবে গানের সঙ্গে তার সম্পর্ক ছিল। বেশ কিছু শোও করেছেন। নতুন মিউজিক ভিডিও শ্রোতাদের ভালো লাগবে বলে তার বিশ্বাস।
আরো বেশ কিছু নতুন গান ডিজিটালি ও অ্যালবামে প্রকাশ করার ইচ্ছা জানান আলোচিত এই সঙ্গীত শিল্পী।
বিজ্ঞাপন
এইচএম