• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম সিসিইউতে

আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ০২:১৫

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রখ্যাত সংগীত পরিচালক, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যামকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জুন) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সংগীত শিল্পী তিমির নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

শিল্পী তিমির নন্দী বলেন, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সংগীত পরিচালক শ্রদ্ধেয় সুজেয় শ্যাম হৃদরোগজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। এই সংবাদ শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে।

তিনি বলেন, শনিবার (১৫ জুন) তার এনজিওগ্রাম হওয়ার কথা রয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ সবাইকে দোয়া-আশীর্বাদ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

দেশ স্বাধীন হওয়ার আগ থেকে সংগীত নিয়ে কাজ করে চলেছেন সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষি-মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডা. মবিন খান আর নেই
একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুজেয় শ্যাম আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যামের অবস্থা সংকটাপন্ন
প্লাবন কোরাইশীর কথায় গাইলেন বর্ণালী