• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারত-বাংলাদেশ উত্তেজনায় ‘অপতথ্য’

ডয়েচে ভেলে

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৮
অপতথ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যেই কাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। এই সফর সংক্ষিপ্ত হলেও এই সময়ে এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে এখন কূটনীতির দিকেই জোর দিতে হবে। ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিসরির সফরে আলোচনার বিষয় সীমিত রাখতে হবে। অনেক বিষয় একসঙ্গে না এনে উত্তেজনার কারণে এই মুহূর্তে যেসব ক্ষতি হচ্ছে তা প্রশমনের চেষ্টা করতে হবে।

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতের আশ্রয়েই আছেন। এটা নিয়েই বাংলাদেশ ভারতের প্রথম টানাপোড়েন শুরু হয়। এরইমধ্যে বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়া প্রায় বন্ধ আছে। পরে সনাতনী জাগরণ মঞ্চের চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারে পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যায় একটি পক্ষ। বাংলাদেশিদের ভারতে চিকিৎসা, হোটেল ভাড়া না দেওয়ার ব্যাপারেও কোনো কোনো এলাকায় সিদ্ধান্ত নেওয়ার ঘটনা ঘটেছে। স্থলপথে পণ্য আমদানিও বন্ধ আছে কোথাও কোথাও। আর মমতা ব্যানার্জির বাংলাদেশে শান্তি রক্ষী মোতায়েনের প্রস্তাব পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের পতাকা পোড়ানোর পর দুই কূটনীতিককে ফেরত এনেছে বাংলাদেশ। বাংলাদেশও ভিসা নিয়ন্ত্রিত করতে সিদ্ধান্ত নিয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশেও নানা ধরনের প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশ এখন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার আছে, তা হলো ভারতের কিছু সংবাদ মাধ্যমের অপপ্রচার ও ফেক নিউজ। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যেসব খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে তাকে অপপ্রচার বলছে বাংলাদেশ।

বাংলাদেশে ফ্যাক্ট চেকের বেসরকারি প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়েছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচারিত হয়েছে।

রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্টচেকার তানভীর মহাতাব আবীর ডয়েচে ভেলেকে বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার এই ধরনের ভুয়া বা অপতথ্য আমরা আগেও দেখেছি। তবে ৫ আগস্টের পর এটা বেড়ে গেছে। আর চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর এটা আরও বেড়েছে।

তার কথা, ভারতীয় একটি মিডিয়া গ্রুপের অধীনে অনেকগুলো সংবাদমাধ্যম থাকে। আবার সেগুলো বাংলা ও ইংরেজিসহ নানা ভাষায়। আর একটি মিডিয়া গ্রুপ কোনো খবর করলে অন্যরা আবার তা কপি করে। ফলে এই ডিজিটাল যুগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এখনকার পরিস্থিতি দেখলে এসবকে উদ্দেশ্যমূলক ও সংঘবদ্ধ মনে হয়।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারতীয় মিডিয়ার এইসব অপতথ্যের বিরুদ্ধে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো দুই-একটি ব্যতিক্রম ছাড়া তেমন কোনো ভূমিকা নিতে পারছে না।

সোমবার ঢাকা এসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি মূল বৈঠকটি করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীমউদ্দিনের সঙ্গে। এই বৈঠকেই সাম্প্রতিক নানা বিষয় উঠে আসবে বলে জানা গেছে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। জানা গেছে বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক বিষয়গুলোতেই জোর দেয়া হবে। শেখ হাসিনার ভারতে অবস্থান, বাণিজ্যসহ এই সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো আলোচনায় আসবে। মূল টার্গেট থাকবে উত্তেজনা প্রশমন, নিরাপত্তা, অপতথ্য, বাণিজ্য।

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, আসলে এই সময়ে দুই দেশের মধ্যে বেশ কিছু সংকট তৈরি হয়েছে। ভারতে চিকিৎসা, ভিসা, বাণিজ্য এসব নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এগুলোর ব্যাপারে নিশ্চয়ই দুই দেশ পরস্পরের কাছে তথ্য জানতে চাইবে। সমাধান খুঁজবে।

তার কথা, এখন শুধু দুই দেশের সরকারি পর্যায়েই নয়, নানা প্ল্যাটফর্ম সক্রিয় আছে। রাষ্ট্রীয় কূটনীতির বাইরেও আরো কূটনৈতিক তৎপরতা আছে। এই সময়ে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অনেক গুরুত্বপূর্ণ। অনেক কিছু ইঙ্গিতও দিচ্ছে। আসলে আমাদের কূটনৈতিক তৎপরতা আরো বাড়াতে হবে। ভারতে সরকারের বাইরে নন-স্টেট ফ্যাক্টর এই সময়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে তাদের তৎপরতা কম। আমাদের সেটা খেয়াল রাখতে হবে। আমাদের সরকারি পর্যায়ে প্রতিক্রিয়া সুচিন্তিত এবং কূটনৈতিক হতে হবে। সবাই নয়, যার কাজ তার কথা বলতে হবে, বলেন তিনি।

আর সাবেক কূটনীতিক মেজর জেনারেল (অব.) শহীদুল হক বলেন, এখন যা পরিস্থিতি সেই সময়ে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অবশ্যই ইতিবাচক। আমরা মনে হয় দুই দেশেরই এখন ইচ্ছা পরিস্থিতি স্বাভাবিক করার। সফর সংক্ষিপ্ত হলেও বরফ গলতে সহায়তা করবে।

আমি মনে করি এই সফরে অনেক ইস্যু সামনে না এসে জরুরি কয়েকটি ইস্যু নিয়ে কথা বলা। বরফ গলতে শুরু করলে তারপর বাকি বিষয়গুলো ধীরে ধীরে সামনে আনা যাবে। আমাদের এখন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ব্যবসা-বাণিজ্য, ভিসা আর ভারতে বাংলাদেশের কনস্যুলেটগুলোর নিরাপত্তা। ভারতের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করতে হবে। আমাদের মনে রাখতে হবে ভারত আমাদের প্রতিবেশী। শেখ হাসিনা চলে যাননি, প্রতিবেশী দেশেই আছেন, বলেন তিনি।

তার কথা, এখন বাংলাদেশ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে যে অপপ্রচার হচ্ছে তা বন্ধে সেদেশের সরকারের সহায়তা নিতে হবে। তবে বাংলাদেশের সংবাদমাধ্যমের ভূমিকা নিতে হবে। তবে শুধু ভারত নয়, এইসব অপতথ্যের ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে সঠিক তথ্য তুলে ধরতে হবে। আর সেটা করার ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা যথেষ্ট নয়। বিদেশে বাংলাদেশের মিশনগুলোও কার্যকর ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেন তিনি।

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনার আহ্বান বিপ্লবী ছাত্র পরিষদের
সংখ্যালঘু ইস্যুতে ‘ভুল ধারণা’ বিদেশি কূটনীতিকদের স্পষ্ট করল সরকার
বিদেশি মিশনগুলোতে কূটনীতিকরা কে কোথায় দায়িত্ব পাচ্ছেন
প্রধান উপদেষ্টার পিএস হলেন কূটনীতিক মোজাম্মেল হক