‘অর্থনৈতিক কূটনীতি, আনবে দেশের অর্থনীতি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ-ইতালি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক সেমিনারে প্রথম ইকোনমিক ডিপ্লোমেসি সপ্তাহ আয়োজন করেছে রোমে বাংলাদেশ দূতাবাস।
আয়োজনের প্রথম সেশনে বক্তব্য দেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে সচিব সাব্বির আহম্মেদ চৌধুরী এবং ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার প্রধান জানপাওলো নেরী।
ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র’র সঞ্চালনায় সেমিনারে অংশ নেন, দুইদেশের বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট খাতের শীর্ষ নেতৃবৃন্দ।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে জানান রাষ্ট্রদূত মো. শামীম আহসান।