ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গাজায় গণহত্যা

সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের

আরটিভি নিউজ 

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ১০:১০ পিএম


loading/img
ফাইল ছবি

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞাপন

রোববার (৬ মার্চ) সংগঠনটি এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

এতে বলা হয়, বিশ্ব পরাশক্তিদের ছত্রছায়ায় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তা প্রতিনিয়ত প্রাণ কেড়ে নিচ্ছে অসংখ্য নিরপরাধ মানুষের। নবজাতক, শিশু, কিশোর-কিশোরী, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এমনকি যারা আহতদের চিকিৎসা দিতে এগিয়ে আসছেন, সেই চিকিৎসাকর্মীরাও নির্মমভাবে হামলার শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন

মুসলিম বিশ্বের কোটি মানুষের হৃদয় যখন রক্তাক্ত, তখন ক্ষমতাশালী মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতা আমাদের ভীষণ হতাশ করেছে। পাশাপাশি, যারা মানবতা রক্ষার কথা বলে গড়ে উঠেছে তারা বারবার মানবাধিকার লঙ্ঘনের নিরব দর্শক হয়ে থাকছে, যা অত্যন্ত লজ্জাজনক।

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, এরকম নির্মম গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সোচ্চার হওয়া প্রয়োজন। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে আন্তর্জাতিক শক্তি ও সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার কঠোর প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক কর্মসূচি ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ এর প্রতি সংহতি প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী ৭ এপ্রিল সারাদিনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |