নেপালের রাজধানী কাঠমান্ডুর অভিজাত হোটেল থামেল পার্কে ‘এশিয়ান এক্সিলেন্স এচিভার এওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যেখানে অংশগ্রহণ করেন বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিবৃন্দ।
আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশ থেকে বিশেষ সম্মাননা অর্জন করেন তরুণ মানবাধিকার কর্মকর্তা লায়ন মো. এ এইচ রোমিও। যিনি বর্তমানে সেন্টার ফর দ্য এনফোর্সমেন্ট অফ হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড-এ আছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য রাখেন রোমিও। বিশ্ব দরবারে তিনি বাংলাদেশের মানবাধিকার অবস্থান তুলে ধরেন এবং ন্যায়ের পক্ষে দৃঢ় বক্তব্য উপস্থাপন করেন।
রোমিও তার বক্তব্যে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি দীর্ঘদিন ধরে প্রতিভাবান বাংলাদেশিদের খুঁজে বের করে আন্তর্জাতিক অঙ্গনে তুলে আনার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।
আন্তর্জাতিক এই সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন নেপালের প্রভাবশালী ব্যক্তিবর্গ। এছাড়া ভুটান, ভারত, বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
আরটিভি/আরএ