তাজউদ্দিন ও আইভি রহমানের নামে থাকা দুটি জলযানের নাম পরিবর্তন

আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ১১:০৯ এএম


তাজউদ্দিন ও আইভি রহমানের নামে থাকা দুটি জলযানের নাম পরিবর্তন
ফাইল ছবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরও দুটি জলযানের নাম পরিবর্তন হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থাটি জানিয়েছে, দুটি জলযানের মধ্যে ‘এমভি তাজউদ্দিন আহমদ’ এর নাম পরিবর্তন করে ‘এমভি টেকনাফ’ এবং ‘এমভি আইভি রহমান’ এর নাম পরিবর্তন করে ‘এমভি মালঞ্চ’ নামকরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি, বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন বাপ্পী কুমার অধিকারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, জলযান দুটির নাম পরিবর্তনের ফলে কারো কোনো মালিকানা, আর্থিক বা প্রশাসনিক আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ দিনের মধ্যে (১৫ এপ্রিল) মহাব্যবস্থাপক (মেরিন), বিআইডব্লিউটিসি, ঢাকা এবং প্রিন্সিপাল অফিসার, নৌ-বাণিজ্য দপ্তর, চট্টগ্রাম বরাবর লিখিত আবেদন করা যাবে। তবে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি না এলে নতুন নামেই জলযানগুলোর কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে শেখ পরিবারের নামে থাকা বিআইডব্লিউটিসির চার নৌযানের নামে পরিবর্তন আনা হয়। সে সময়, এসটি শহীদ আ. রব সেরনাবিয়াতের স্থলে ‘এসটি ইলিশা’, এসটি শহীদ শেখ ফজলুল হক মনির স্থলে ‘এসটি শৈবাল’, এসটি শহীদ শেখ কামাললের স্থলে ‘এসটি গাংচিল’ এবং এসটি শহীদ সুকান্ত বাবুর স্থলে ‘এসটি সাঙ্গু’ নামকরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর মালিকানাধীন ‘এমভি তাজউদ্দিন আহমদ’ জলযানের রেজিস্ট্রেশন নাম্বর সি-২০৮০। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ‘এমভি তাজউদ্দিন আহমদ’ এর পরিবর্তে ‘এমভি টেকনাফ’ এবং ‘এমভি আইভি রহমান’ এর পরিবর্তে ‘এমভি মালঞ্চ’ নামকরণ করা হয়েছে। 

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission