ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

আ.লীগের হাতে নিপীড়িতরা হাসপাতালে এখনও কাতরাচ্ছেন: তাসনিম জারা

আরটিভি নিউজ

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০৭:১৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত ও পঙ্গুত্ববরণ করা রোগীরা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আর আহাজারি করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

বিজ্ঞাপন

শুক্রবার (২ মার্চ) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত এনসিপির সমাবেশে এ কথা জানিয়ে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

বাংলাদেশের মানুষকে আর কত নিষ্পেষণ করলে একটি দলের নিবন্ধন বাতিল করা হবে, সরকারের কাছে এমন প্রশ্নও রাখেন ডা. তাসনিম জারা।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের অনেক ভাই এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। বিচারের খবর নেই। সেই দল (আওয়ামী লীগ) নাকি নির্বাচন করবে। আওয়ামী লীগের হাতে যারা নিপীড়িত হয়েছেন, তাদের কেউ এখনও বিচার পাননি। দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা আবার নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে। বাংলাদেশের মানুষকে আর কত নিষ্পেষণ করলে একটি দলের নিবন্ধন বাতিল করা হবে।

Screenshot_2

বিচার নিশ্চিত ছাড়া আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব।

বিজ্ঞাপন

ডা. তাসনিম জারা বলেন, আওয়ামী লীগের বিচার করতে হবে। গুম খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগ এবং অন্য অঙ্গ সংগঠনগুলো- যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। বিচার নিশ্চিত ছাড়া আওয়ামী লীগের এই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ হবে না। বাংলাদেশের মানুষ এটা নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে, যে দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে। সন্তান জানে না পিতা মারা গেছে নাকি রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে, নাকি কোথায় আছে। জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে খুন করেছে। রক্তের দাগ এখনও শুকায়নি।

হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, গত ১৬ বছরের গুম-খুন আর ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেসবের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ফিরতে পারবে না। এ দেশে তাদের রাজনীতি হবে না- হবে না, হবে না, হবে না।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |