পাকিস্তানি মডেল-অভিনেত্রী ও ভিডিও জকি মাহিরা খান। বলিউডের ‘রইস’ চলচ্চিত্রে কাজ করার কথা ছিল তার। কিন্তু ভারত-পাকিস্তানের উত্তেজনার জেরে শাহরুখ খান অভিনীত ছবি থেকে বাদ দেয়া হয়েছে তাকে। দু’দেশের রাজনৈতিক অস্থিরতার জেরেই প্রযোজক রীতেশ সিধওয়ানি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
আসছে বছর প্রজাতন্ত্র দিবসে ছবিটি মুক্তি পাবে। এখন শেষ মুহূর্তের শুটিং হচ্ছে। মাহিরার পরিবর্তে ছবিতে কে অভিনয় করছেন তা এখনো জানা যায়নি।
গেল ১৮ সেপ্টেম্বর উরি হামলার পর ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বলিউডের পাকিস্তানি শিল্পীদের ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়ার হুমকি দেয়। একইসঙ্গে বলা হয়, ভারতে পাকিস্তানি শিল্পীদের কোনো চলচ্চিত্র মুক্তি দেয়া হবে না।
ওই ঘোষণার পর শাফকাত আমানত আলি, আলি জাফরদের মতো তারকার অনুষ্ঠান বাতিল হয়।
এইচএম