‘ফিলিস্তিনের জন্য বাংলাদেশের মানুষের ভালোবাসা মানবতার মিসাইল হয়ে থাকবে’

আরটিভি নিউজ

রোববার, ১১ মে ২০২৫ , ০৬:৩৪ পিএম


‘ফিলিস্তিনের জন্য বাংলাদেশের মানুষের ভালোবাসা মানবতার মিসাইল হয়ে থাকবে’
ছবি: আরটিভি

নিপীড়িত ফিলিস্তিনবাসীর জন্য বাংলাদেশ মানুষের ভালোবাসা ও সহযোগিতা মানবতার মিসাইল হয়ে থাকবে বলে জানান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান।

বিজ্ঞাপন

শনিবার (১০ মে) রাতে রাজধানীর গুলশানের অটোবাই সেলিব্রেটি সেন্টারে মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত ‘স্টান্ড উইথ প্যালেস্টাইন’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ আমার দ্বিতীয় ঘর, বিশ্বাস করি এ দেশের ভাইয়েরা আমাদের পাশে আছেন ও থাকবেন। ফিলিস্তিন কোনো কাফের ধ্বংস করতে পারবে না কারণ সেখানে আল্লাহ ঘর রয়েছে, আল্লাহ কুদরতি ক্ষমতা দিয়ে রক্ষা করবে।
 
বাংলাদেশের মানুষ গভীর ভালোবাসা ও সহানুভূতির জন্য কৃতজ্ঞ জানান রাষ্ট্রদূত।
 
সকলের সত্যিকারের সহযোগিতায় ফিলিস্তিন জালিমদের হাত থেকে বিজয় অর্জন করবে আশা প্রকাশ করেন তিনি।
 
তিনি আরও বলেন, ফিলিস্তিনের প্রতিদিন ঘরের সদস্যরা উপলব্ধি করে তাদের সত্যিকারের ভাই-বোন বাংলাদেশে রয়েছে। যারা প্রতিনিয়ত তাদের পাশে থাকার জন্য কাজ করছে। এই মুহূয়র্তে ফিলিস্তিনিরা নানা সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে তাই সংকট মোকাবিলায় এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, আজকের বিশ্বে যখন মানবাধিকার লঙ্ঘন বেড়ে চলছে, তখন নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। আমরা চাই, ফিলিস্তিনের কণ্ঠ বিশ্বব্যাপী আরও জোরালোভাবে প্রতিধ্বনিত হোক এবং তাদের দুঃখ-দুর্দশা সবার দৃষ্টিগোচর হোক।

অনুষ্ঠানে ফিলিস্তিনি শিক্ষার্থীরা গাজার বাস্তবতা এবং নিজেদের পরিবারের কষ্টের কথা তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে আসে যুদ্ধ, অনিশ্চয়তা, এবং ভবিষ্যতের প্রতি শঙ্কা।

অনুষ্ঠানের শেষ ভাগে একটি অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। যার মাধ্যমে গাজায় বসবাসরত বিপন্ন পরিবারদের জন্য জরুরি খাদ্য, ওষুধ এবং স্বাস্থ্যসেবার সহায়তা পাঠানো হবে।

বিজ্ঞাপন

মাস্তুল ফাউন্ডেশন এ আয়োজনে অংশগ্রহণকারী সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং দানদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission