রাজশাহীতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের দুই মেয়ে। রোববার গভীর রাতে বাঘা পৌরসভার মুর্শিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবুল কালাম আবু (৫৫) ও তার স্ত্রী আরিফা বেগম (৪৫)।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, নিহত আবুল কালাম আবু অন্ধ ছিলেন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। রোববার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে স্ত্রীকে নিয়ে তিনি বাড়ির বাইরে বের হন। এ সময় অন্ধকারে জঙ্গলে পড়ে থাকা তারে জড়িয়ে পড়ে তারা নিহত হন। পরে তাদের বাঁচাতে গিয়ে দুই মেয়েও আহন হন।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া মেয়ে রুমা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোববার রাতেই ছেড়ে দেয়া হয়েছে। আহত আরেক মেয়ে মৌসুমী খাতুনের (২০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এসএস