ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

৯ বছর পর একসঙ্গে শাহরুখ-সালমান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬ , ০৫:৫৫ পিএম


loading/img

কবির খানের 'টিউবলাইট' ছবিতে একসঙ্গে অভিনয় করবেন বলিউউডের দুই সুপারস্টার শাহরুখ-সামলান। এ ছবির মধ্যে দিয়ে প্রায় ৯ বছর পর ফের বড় পর্দায় আসছেন তারা।

বিজ্ঞাপন

ছবিতে শাহরুখের এ চরিত্রে প্রথমে শত্রুঘ্ন সিনহাকে নেবার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শাহরুখ খানকে চরিত্রটির জন্য মনোনীত করেন পরিচালক কবির খান। সালমান ও শাহরুখকে একসঙ্গে শেষ দেখা যায় ‘ওম শান্তি ওম’ ছবিতে। সেখানে একটি গানে শুধু স্ক্রিন শেয়ার করেছিলেন তারা।

সম্প্রতি ‘দ্য রিং’ ছবির শুটিং শেষ করেছেন শাহরুখ খান। বান্দ্রায় একটি অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সেখানে বলিউড বাদশা বলেন, প্রতি মাসে তিনি বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে পারফর্ম করবেন। এ বিষয়ে তিনি সালমানকেও বলেছেন। হয়তো কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে সালমান তার সঙ্গে যোগ দেবেন।

বিজ্ঞাপন

শাহরুখের এ কথায় বুঝা যায়, তার আর সালমানের সম্পর্ক এখন বেশ ভালো। এবার যদি ‘টিউবলাইট’-এ তারা অভিনয় করেন, তাহলে উভয়ের ভক্তদের কাছে এরচেয়ে বড় পাবার আর কিইবা আছে?
 

শোনা যাচ্ছিল কবিরের সঙ্গে নাকি ‘টিউবলাইট’র পর আর সালমান ছবি করবেন না। তবে কবির খান বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন।

এপি/ এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |