কক্সবাজার জেলার টেকনাফের স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ৭৫ লাখ টাকা।
বিজ্ঞাপন
শনিবার সকাল ৯টার দিকে এ ইয়াবাগুলো জব্দ করা হয়।
টেকনাফস্থ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমান জানান, ইয়াবা পাচার বন্ধে সম্প্রতি কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। শনিবার সকালে কোস্টগার্ডের একটি দল টেকনাফ স্থলবন্দরের পাশে টহল দিচ্ছিল। এসময় নাইট্যং খালের জঙ্গলের ভেতরে বস্তা থেকে ওই ইয়াবাগুলো জব্দ করা হয়।
বিজ্ঞাপন
এসএস