• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনার বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৯, ১৩:১২

নেপালে ইউএস-বাংলার এয়ারলাইন্সের দুর্ঘটনায় বিষয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে দুর্ঘটনায় গঠিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তদন্ত কমিটি।

কাঠমান্ডু পোস্টসহ বেশ কিছু গণমাধ্যম দুর্ঘটনায় তদন্ত কমিটির উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সেখানে পাইলট স্বাভাবিক অস্বাভাবিক আচারণসহ বারবার ধূমপান করছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে তদন্ত কমিটির বক্তব্য কী- তা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।

তদন্ত কমিটির সদস্য ও এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতউল্লাহ আরটিভি অনলাইনকে জানিয়েছেন, আমরা বিকেলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবো।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) বিকেল সাড়ে ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ইউএস-বাংলা এয়ারলাইনসের ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের উড়োজাহাজটি গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ৩৩ বছর পর বাংলাদেশি কোনো উড়োজাহাজের এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা।

দুর্ঘটনার দিনই নিহত হন ৪৯ জন। পরদিন মারা যান আরো দুজন। দুর্ঘটনায় গুরুতর আহত আরো একজন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। সব মিলিয়ে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশী ২৭ জন।

ভয়াবহ এ দুর্ঘটনা তদন্তে নেপাল সরকার ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। বাংলাদেশ থেকেও তদন্তে যুক্ত হয় ৬ সদস্যের একটি দল।

আরো পড়ুন:

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্কর
মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
ইস্রাফিল আকন্দ রুদ্রর কাব্যগ্রন্থ ‘বাংলা বিভাগের মেয়ে’
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি