ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ার থকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের এ কথা জানান।
মারুফ হোসেন বলেন, এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় থাকতেন মাহফুজা চৌধুরী। সেখানেই খুন হয়েছেন তিনি। এ ঘটনার পর তার বাসার দুই গৃহকর্মী পালিয়েছে।
পুলিশ খুনি হিসেবে প্রাথমিকভাবে তাদেরই সন্দেহ করছে বলে জানান তিনি।
উপকমিশনার আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আর/এসএস