ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চোর সন্দেহে পিটুনির প্রতিবাদ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২ ভাই

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১১:২৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত




নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩১) মার্চ সন্ধায় উপজেলার ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন—পলাশ উপজেলার কর্তাতৈল এলাকার আসাব উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)। এদিকে এ ঘটনায় পাভেল, খবির ও ওসমান নামে তিনজনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে কর্তাতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদী এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা-মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এ সময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব। তবে পরিবারের দাবি, চোর নয় চাঁদা না দেয়ায় পরিকল্পিত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে পিটুনি দেয় স্থানীয়রা।  পরে তার প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে নিহত হয় দুই সহোদর। এ ঘটনায় তিনজনতে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন


আরটিভি/টি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |